ধানক্ষেতে ফেলে যাওয়া নবজাতকটি ঢামেকে ভর্তি
কুমিল্লার হোমনা থানার গৌরীপুর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা নবজাতক মেয়ে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক চারদিন।
রোববার (২৪ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
নবজাতককে হাসপাতালে নিয়ে আসা মো. মানিক মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমি শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে কান্নার আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি এক নবজাতক মেয়ে শিশু ধান ক্ষেতে পড়ে আছে। পরে আমি শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। তারপর আমি আর আমার স্ত্রী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক শিশুটিকে ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।
মানিক মিয়া আরও জানান, নবজাতকটির মাথার ও নাকের কিছু অংশ ইঁদুরে খেয়ে ফেলেছে। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে, চিকিৎসক জানিয়েছেন সে এখন আগের চেয়ে ভালো আছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসক জানিয়েছেন শিশুটি এখন আগের চেয়ে ভালো আছে, তবে তার পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
এসএএ/এনএফ