নুরুল আবছার নামে ৮২ বছর বয়সী এক ব্যক্তি গত ৪ দিন যাবৎ নিখোঁজ আছেন। সম্ভাব্য জায়গায় খোঁজ করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

বুধবার (২৭ জুলাই) সবুজবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

এতে বলা হয়েছে, ‘গত ২৬ জুলাই আনুমানিক সকাল ৮টায় মো. নুরুল আবছার (৮২) বাসার কাউকে কিছু না বলে বাহির হয়। পরবর্তীতে আর ফিরে আসে নাই। সে কিছুটা মানসিকভাবে অসুস্থ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি অব্যাহত আছে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’

ডায়েরিতে আরও বলা হয়েছে, সাড়ে ৫ ফুট উচ্চতার নুরুল আবছারের গায়ের রং শ্যামলা। গোলাকার মুখে সাদা দাড়ি আছে। হারানোর আগে তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং প্রিন্টের ট্রাউজার।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আবছার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। উনি একজন স্মৃতিভ্রমের রোগী। গত ২৬ তারিখ তার বাসাবো কদমতলার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

এমএইচএন/আইএসএইচ