ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োজিত সব গাড়ি, গাড়িচালক, ব্যবহৃত তেল গ্যাস, মেরামতসহ পরিবহন খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৯ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক তিন সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।

আরও পড়ুন: ডিএনসিসি কার্যালয়ে অর্ধেক বাতি জ্বালানোর নির্দেশ মেয়রের

সচিব মাসুদ আলম ছিদ্দিক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাব্যবস্থাপকে (পরিবহন) এই কমিটির সভাপতি, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে সদস্য সচিব এবং তত্ত্বাবধায় প্রকৌশলীকে (যান্ত্রিক) কমিটির সদস্য করা হয়েছে।

তিনি বলেন, এই কমিটি মাঠ পর্যায়ে পরিদর্শন এবং কেন্দ্রীয় পরিবহন পুল, ঢাকা ওয়াসা, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, সেনা-নৌ পরিবহন ব্যবস্থাপনা (যে অংশ প্রযোজ্য) যাচাই-বাছাই পূর্বক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করবে।

এএসএস/এসএসএইচ