যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি বাসের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ঘটে।
বিজ্ঞাপন
নিহতের ভাই সালাম ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই একটি রডের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। তার বাসা নারায়ণগঞ্জের পাগলা এলাকায়। সকালে মোটরসাইকেলে করে দোকানে যাওয়ার সময় তাজ পরিবহনের ধাক্কায় ভাই গুরুতর আহত হয়ে সেখানেই মারা যান।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে। তার একটি সন্তান আছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তামান্না ঢাকা পোস্টকে জানান, সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় তাজ পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন। পরে সেখান থেকে তার মরদেহ আমরা প্রথমে থানায় নিয়ে আসি। পরে সেখান থেকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ওই বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/আইএসএইচ