বালুমহল ইজারা দেওয়ার ক্ষেত্রে সমন্বিত নীতিমালা চায় জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

রোববার (৩১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে বালুমহালের সীমানা নির্দিষ্ট করে বালু উত্তোলন এবং বালুমহাল ইজারা দেওয়ার বিষয়ে ভূমি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত সমন্বিত নীতিমালা করার সুপারিশ করেছে। এছাড়া বৈঠকে পাথর উত্তোলনের ক্ষেত্রে পানিসম্পদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে সমীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রকল্পের চাকরিকালসহ পূর্ণ চাকরিকাল গণনা করে অবসরকালীন পেনশন ও আনুতোষিক সুবিধা আইন অনুযায়ী দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের হিসেব কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ. স. ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।

এইউএ/জেডএস