রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— মো. ইয়াকুব আলী প্রকাশ চাঁন মিয়া ও মো. মেহেদী হাসান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সোমবার (১ আগস্ট) মধ্য রাতে রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নতুন মাদক ‘কুশ’ তৈরির প্রধান গুলশানের রেয়ার সাঈদ গ্রেপ্তার

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি পিকআপ ভ্যানযোগে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুড়িল বিশ্বরোড থেকে মৌচাকের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত রাতে রামপুরা থানার আবুল হোটেল সড়কের আনন্দ রেস্তোরাঁর সামনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করার সময় একটি পিকআপ ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-ন-২০-২৪৬৭) থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় পিকআপ ভ্যান থেকে চাঁন মিয়া ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এমএসি/এসএসএইচ