র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিস টিপু

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ডিস টিপুকে (৪৬) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে র‌্যাব ২ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান হাউজিংসহ আশপাশের এলাকার আতঙ্কের নাম শীর্ষ সন্ত্রাসী ডিস টিপু। তাকে আইনের আওতায় আনার লক্ষ্যে অনেকদিন ধরে র‌্যাব ২-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। গ্রেপ্তারের পর তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৭৭৩ পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামী ডিস টিপু মূলত ডিস ব্যবসা করার মাধ্যমে এলাকায় পরিচিত হয়ে উঠে। ২০১৪ সালে তাকে অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছিল। ক্ষমতার দাপটে এবং অবৈধ অস্ত্রের জোরে সে অপরাধ করে সহজেই পার পেয়ে যায়। তার বিরুদ্ধে ৮টি মামলার সন্ধান পাওয়া গেছে। কৌশলে সে স্থানীয় শিশু-কিশোরদের দিয়ে মাদক কেনাবেচা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করতো। আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করেও সে অপরাধ করতো। তুরাগ এলাকার গাংচিল বাহিনীর লম্বু মোশাররফ এর সাথে তার সখ্যতা রয়েছে।

আরএইচ