আদাবরে গ্যাস লাইনে বিস্ফোরণ
গ্যাস লাইনে বিস্ফোরণে ফাটল ধরে রাস্তায়/ ছবি: আয়েশা খানম
রাজধানীর আদাবর এলাকার রাস্তায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দুই ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) আদাবর থানার পেছনের রাস্তায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ৫টা ৪০ মিনিটের দিকে খবর পেয়েছি, আদাবর থানার পেছনে একটি রাস্তায় গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
এমএসি/এফআর
বিজ্ঞাপন