আটক মকবুল হোসেন/ ছবি- ঢাকা পোস্ট

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ১৩২০টি বিয়ার, ৬৪ বোতল বিদেশি ও ১২৫০ বোতল দেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক ব্যক্তির নাম মো. মকবুল হোসেন (৬০)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

উদ্ধার করা মাদকদ্রব্য/ ছবি- ঢাকা পোস্ট

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মকবুল অপরাধ স্বীকার করেছেন। তিনি গোপনে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করতেন বলে জানিয়েছেন। আটক মকবুলের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী। 

জেইউ/এইচকে