বঙ্গমাতা ছিলেন নীতির প্রশ্নে আপসহীন : নানক
বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতাও নীতির প্রশ্নে আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতাও ছিলেন নীতির প্রশ্নে আপসহীন। বঙ্গবন্ধু জয়ের পেছনে আমৃত্যু কাজ করেছেন বেগম মুজিব। নেতাকর্মীদের প্রাণ উজাড় করে ভালোবাসতেন বঙ্গবন্ধু। সে গুণ আমরা দেখেছি বঙ্গমাতার মধ্যেও।
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে বলেন, পৈতৃক সম্পত্তি থেকে অর্জিত সম্পদ দিয়ে তিনি বঙ্গবন্ধুর ছাত্র রাজনীতিকে এগিয়ে নিয়েছেন। দেশের সেবায় নিজের গহনা পর্যন্ত বিক্রি করেছেন। ১৯৪৬ সালে দাঙ্গার সময় নিজে অসুস্থ থাকার পরেও তিনি বঙ্গবন্ধুকে দাঙ্গা এলাকায় যেতে বাধা দেননি।
বিজ্ঞাপন
মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রমুখ।
এইউএ/এসকেডি