ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী, মতিঝিল ও গুলশান বিভাগের উপ-কমিশনারদের (ডিসি) বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়।

ডিএমপি জানায়, আদেশে ডিএমপির ওয়ারী বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদারকে, মতিঝিল বিভাগের ডিসির দায়িত্ব পেয়েছেন হাইয়াতুল ইসলাম খান, গুলশান বিভাগের ডিসি হয়েছেন মো. আবদুল আহাদ। 

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এআর/এসকেডি