সুন্দরবনের তিনটি গ্রামের ৪২৫টি পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। কার্যক্রমটি বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে বাস্তবায়িত এমআরডিআইর উদ্যোগের একটি অংশ।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, বসতবাড়িতে নিরাপদ পানির সংস্থান সুন্দরবনের প্রান্তিক নারী ও তাদের পরিবারের সদস্যদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, বিভিন্ন সিএসআর উদ্যোগের মাধ্যমে সুন্দরবনের নারীরা দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছেন। এখন তারা অর্থ উপার্জন করছেন এবং তাদের পরিবারে সহায়তা করছেন। পানির ট্যাংক ক্রয়ের মোট অর্থের একটি উল্লেখযোগ্য অংশ তারা দিয়েছেন। যা কয়েক বছর পূর্বে চিন্তাই করা যেত না।

 

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে।  

তিনি আরও বলেন, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে তাদের জীবন এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি এ উদ্যোগ দারিদ্রের দুষ্টচক্র দূর করে সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআরডিআইয়ের কর্মকর্তারা এবং তিনটি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।

আইএসএইচ