রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের চার সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা দুই নবজাতকের অভিভাবকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকিও দেন তারা। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) ও রুমা হিজড়া (২৫)।

রোববার (১৪ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মহসীন বলেন, রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি ভবনের এক ভাড়াটিয়ার গত ৬ আগস্ট একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যা সন্তান হয়। ১৪ আগস্ট অভিযুক্ত তৃতীয় লিঙ্গের সদস্যরা এসে ওই দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

তিনি বলেন, চাঁদাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হুমকিও দেন। এক পর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, পরে ভুক্তভোগী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক পরিবারের কাছ থেকে নেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন।

এমএসি/এসকেডি