চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে গোসল করতে নেমে আজমীর হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেন বায়েজিদ বোস্তামি আবাসিক এলাকার মুনাফের মার কলোনির বেলাল হাওলাদারের ছেলে। 

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আজমীর হোসেন বায়েজিদ বোস্তামি মাজারের পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়।  

কেএম/আইএসএইচ