ব্রুনাইয়ে জাতীয় শোক দিবস পালন
যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে তা অর্ধনমিত করেন তিনি।
বিজ্ঞাপন
এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়। এরপর প্রধানমন্ত্রীর রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে নির্মিত সিনেমা প্রদর্শিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধু যেমন দেশের স্বাধীনতা ও মানুষের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, ঠিক তেমনি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আত্মনিয়োগ করা হবে সব বাংলাদেশির নৈতিক দায়িত্ব।
এনআই/এমএইচএস