জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। একইসঙ্গে তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছে।

সোমবার (১৫ আগস্ট) আইসিটি টাওয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীনে আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও বিভাগের অধীন প্রকল্পের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমএইচএন/এনএফ