জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহত্তর ফরিদপুর কর্মকর্তা-কর্মচারী (স্বাস্থ্য) বিভাগীয় কল্যাণ সমিতির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ছয়শ দুস্থ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, বৃহত্তর ফরিদপুর কর্মকর্তা-কর্মচারী (স্বাস্থ্য) বিভাগীয় কল্যাণ সমিতির আহ্বায়ক ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আজিজ আহমেদ খান, সদস্যসচিব ও বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার শিকদারসহ আরও অনেকে। 
 
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। জাতির পিতাকে হত্যায় যারা জড়িত দেশের বাহিরে আছে, তাদের দ্রুত দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আহ্বান জানান তারা।

এসএএ/আরএইচ