প্রায় এক যুগ পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠককে ঢাকা ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, নদীর এই মিটিংটা আপনারা জানেন যে ১২ বছর হয়নি। সুতরাং দুই দেশের মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি সামনে হবে তা আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। সময়টাও ভালো। আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার আগেই বৈঠকটি হচ্ছে।

জেআরসিতে আলোচনার প্রসঙ্গে মাসুদ বিন মোমেন বলেন, নদীতে অনেক ইস্যু। সেই ইস্যুগুলো বৈঠকে আলোচনা হবে। কিছু কিছু ইস্যুতে যদি সমস্যা সমাধান করা যায়, যেমন- কুশিয়ারা, গঙ্গার যে চুক্তি তা শেষ হবে ২০২৬ সালে, সেটার বিষয়ে কে কী ভাবছে তা জানা যাবে। আরেকটি হচ্ছে, এবার বন্যার সময় দেখেছি যে বন্যা সংক্রান্ত আগাম যে তথ্য-উপাত্ত তা বিনিময়ের ফলে আমাদের কিছু সুবিধা হয়েছে। আগামীতে যাতে এটা আরও জোরদার করা যায়।

পররাষ্ট্রসচিব বলেন, নদী মানেই যে পানির হিস্যা তাই নয়, আরো অনেক ইস্যু আছে। যে ইস্যুগুলো আমাদের মধ্যে আছে তা আলাপের মাধ্যমে সমাঝোতা করা সম্ভব।

এ সময় মাসুদ বিন মোমেন জানান, আমাদের সচিব (পানিসচিব) আগামীকাল (সোমবার) যাচ্ছেন। তারপর আমাদের মন্ত্রীও যাবেন। মন্ত্রী পর্যায়ের বৈঠক ২৫ আগস্ট। সুতরাং ওই বৈঠকের পর আমরা আরো পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারব।

এনআই/জেডএস