সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘জিয়াউর রহমানের প্রত্যক্ষ নির্দেশনা ও সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী খালেদা জিয়া ও পুত্র তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নির্বংশ করে দিতে চেয়েছিল, এখনও তৎপর রয়েছে।’ 

সোমবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘নজরুল ও বঙ্গবন্ধু : উক্তি ও উপলব্ধির অভিব্যক্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণহত্যা জাদুঘর এ আলোচনা সভার আয়োজন করে।

কে এম. খালিদ বলেন, ‘আগস্ট মাস বিশ্বাসঘাতকতার মাস। এ মাস আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। আগস্ট মাস আমাদের শপথ নেওয়ার মাস। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর কেউ এগিয়ে আসেনি। শুধু ময়মনসিংহ ও বরগুনাতে মিছিল হয়েছিল। মুখে মুখে নয়, অন্তরে ধারণ করতে হবে বঙ্গবন্ধুকে।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে কেবল একজন ব্যক্তি বা নেতাকেই হত্যা করা হয়নি, একটি দেশের মুক্তি সংগ্রামের যাবতীয় আদর্শকেও হত্যা করা হয়েছিল। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উল্টো যাত্রাও শুরু হয় সে রাতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা যে অর্জন করেছিলাম, তার সবটুকু যেন নিঃশেষ হয়ে যায় সেই রাতে। এরপর দীর্ঘ এক কাল আমরা ডুবে যাই অন্ধকার শাসনতন্ত্রের মধ্যে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলের ভক্ত ছিলেন এবং তিনি তাকে অনুসরণ করতেন। সেজন্যই তিনি তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছিলেন।’

সভাপতির বক্তব্যে ড. মুনতাসীর মামুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করতে হবে।’

তিনি বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী ও সুজনের নেতৃবৃন্দ আজ নির্বাচন নিয়ে নানা কথা বলেন। কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তারা কোনো কথা বলেননি কেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে রাজনীতি থেকে ধর্মকে বিতাড়িত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে বিচার করতে হবে তার সময়ের পরিপ্রেক্ষিতে। তাকে নিয়ে আলোচনা করতে হবে তার কাল ও স্থানের নিরিখে। কীভাবে তিনি উঠে এলেন এবং কীভাবে বঙ্গবন্ধু হলেন সেভাবেই তাকে আলোচনা করতে হবে।’

গণহত্যা জাদুঘরের সভাপতি ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদেরের সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

 আইবি/আরএইচ