বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেট খেলা শেষে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ আবীর হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহাদের ভাই আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই মুড়াপাড়া ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেট খেলা শেষে বন্ধুদের নিয়ে কলেজের পুকুরে গোসল করার জন্য নামে। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস