বুড়িগঙ্গা ও তুরাগ তীরের ৫৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান
বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরে অভিযান চালিয়ে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে প্রায় তিন একর ভূমি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) মধ্যের চর ও চরওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গা এবং কাটাসুর এলাকায় তুরাগ নদীর তীরে ওই বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, অভিযানে তিনটি এক তলা ভবন, পাঁচটি আধা পাকা ভবন, ১০ টি পাকা সীমানা প্রাচীর, ১০ টি টিনের ঘর, ২৫ টি টং ঘর, একটি গরুর খামারসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিজ্ঞাপন
জাতীয় নদী রক্ষা কমিশনের এক প্রতিবেদনে জানা গেছে, সারা দেশে মোট অবৈধ দখলদারের ৩২ দশমিক ৩৭ শতাংশ উচ্ছেদ করা হয়েছে। সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটির মোট ৮ হাজার ৫১০ টি অবৈধ দখলদারের মধ্যে ৬ হাজার ৯৩১ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।
এএস/এসআরএস