রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় খেলার ছলে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আয়েশা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে ওষুধ খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে প্রথমে তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসার সন্ধ্যা ছয়টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আয়েশা আক্তারের মা হালিমা খাতুন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী মারা গেছেন। মেয়েকে নিয়ে আফতাবনগরের এফ ব্লকে একটি বাসার তিনতলায় ভাড়া থাকি। বাসায় তেলাপোকা মারার জন্য ওষুধ কেনা ছিল। ঘরে একা খেলার সময় ভুলবশত সে ওই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।

এসএএ/জেডএস