রাত থেকে সারাদেশে বৃষ্টির আভাস
পুরনো ছবি
দেশের সাতটি জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। তবে আজ রাত থেকে সারাদেশে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। যা চলবে মঙ্গলবার সারাদিন। এরপর বুধবার থেকে আবারও দেশব্যাপী তাপপ্রবাহ শুরু হবে।
সোমবার (২২ আগস্ট) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে রাতে বৃষ্টি শুরু হলে কয়েকটি জেলার তাপমাত্রা কিছুটা কমবে।
নিম্নচাপ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। রাজস্থান, হরিয়ানা, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল। এটি বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
বৃষ্টিপাতের তথ্য এই ওমর ফারুক আরও বলেন, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
এসআর/এমএইচএস