কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
মঙ্গলবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬’ এর ধারা ৫ (২) অনুযায়ী নুরুল আবছার তিন বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন।
বিজ্ঞাপন
তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এসএইচআর/ওএফ