শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ : দগ্ধ রতনের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ রতন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ঢাকা পোস্টকে তিনি বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ রতন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে ৬০২ নম্বর ওয়ার্ডে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে মোট চার জন আমাদের এখানে এসেছিলেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ আগস্ট ) রাতে শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
এসএএ/এমএইচএস