চকবাজারে ভাইদের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ
রাজধানীর চকবাজারে আলী আকবর (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাই ও ভাতিজার বিরুদ্ধে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে আহত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আলী আকবরের স্ত্রী লায়লা আকবর ঢাকা পোস্টকে বলেন, জমিজমা নিয়ে আমার স্বামীকে তার ভাই হুমায়ুন, ফারুক ও ভাতিজা জুবায়ের মারপিট করে রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে। পরে আমরা জানতে পেরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমার স্বামী হার্টের রোগী। তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। শুনেছি এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জমিজমা নিয়ে ভাইদের সঙ্গে ভাতিজা মিলে মারপিট করে ওই ব্যক্তিকে হত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এসএএ/আরএইচ