চট্টগ্রামে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে মামুনুর রশিদ (২০) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, চট্টগ্রামের ইপিজেড থানাধীন কাজীর গলি থেকে বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান- তার সাত বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী মেয়েকে এক শিক্ষক ধর্ষণ করেছেন। অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসায় অবস্থান করছেন। কলার দ্রুত আইনি সহায়তার জন্য অনুরোধ জানান।

৯৯৯-এর পরিদর্শক আরও বলেন, ঘটনা জানার পর কলটেকার কনস্টেবল সৌমিত ইপিজেড থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পরে ইপিজেড থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ওই মাদরাসা শিক্ষক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেন। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদরাসা শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এমএইচএস