রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।  
 
জানা যায়, সম্প্রতি রাজধানীর ডেমরা এলাকায় অটোরিকশাবিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে অবৈধভাবে মহাসড়ক ও প্রধান প্রধান সড়কে চালানোর দায়ে বেশ কয়েকটি অটোরিকশা আটক করা হয়। 

ডেমরা থানা সূত্রে জানা যায়, পুলিশের এই অভিযানের কারণে ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ অটোরিকশা চালকদের সড়ক অবরোধ কর্মসূচিতে নামিয়ে দেয়। ফলে স্টাফ কোয়ার্টারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। 

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি ডেমরা ও আশপাশ এলাকার প্রধান প্রধান সড়কগুলোতে অটোরিকশার চলাচল বেড়ে যায়। এর ফলে ওইসব সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হতে থাকে। এসব কারণে আমরা সম্প্রতি অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে কয়েকটি রিকশা আটক করা হয়।

তিনি বলেন, রিকশা আটকের বিষয়ে ক্ষুব্ধ হয়ে মালিকরা ইন্ধন দিয়ে চালকদের আজ ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা অবরোধে নামিয়ে দেন। এ কারণে ওই এলাকায় যান চলাচল সকাল থেকে মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে চালকদের সঙ্গে কথা বলেন। তাদেরকে বলা হয় যেন তারা মহাসড়ক ও প্রধান প্রধান সড়কে অটোরিকশা নিয়ে না ওঠে। অলিতে গলিতে চালানোর জন্য বলা হয়, তাহলে পুলিশ অভিযান চালাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই কথা শোনে আশ্বস্ত হয়ে চালকরা অবরোধ কর্মসূচি শেষ করে ফিরে যান।

এমএসি/জেডএস