চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের ট্রলিম্যান মো. ইসমাইলকে আটক করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) তাকে আটক করা হয়। তিনি হাটহাজারীর মিরের হাট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন -৯ এর পরিদর্শক রেজাউল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, ট্রলিতে ব্যাগ বোঝাই করে বিমানবন্দরের গাড়ির পার্কিংয়ে এলে ইসমাইলকে আটক করা হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে তার পকেট থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। 

সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক দুটি ফ্লাইট অবতরণ করে। কিন্তু কোন ফ্লাইটে স্বর্ণের বারগুলো এসেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আটক ইসমাইলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পরিদর্শক রেজাউল ইসলাম খান।  

কেএম/আরএইচ