কদমতলীতে গ্রাইডিং পাথর ব্লাস্ট হয়ে শ্রমিক নিহত
রাজধানীর কদমতলীর পুরান আলী বহর এলাকায় একটি রাবার কারখানায় কাজ করার সময় গ্রাইডিং পাথর ব্লাস্ট হয়ে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২৮ আগস্ট) সকাল ৮টায় পানামা রাবার ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর দেলোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী মাসুদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, কাজ করার সময় গ্রাইডিং পাথর ব্লাস্ট হয়ে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এমএইচএস