তারার মেলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান ১ সেপ্টেম্বর
পণ্ডিত সুদর্শন দাশ ও লোপা দাশকে সম্মাননা প্রদানসহ কোমলমতি সোনামনিদের সংগীতের প্রতিভা দেশ বিদেশে প্রচারের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে তারার মেলা সংগীত একাডেমি। অনুষ্ঠানটি আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।
রোববার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানায় আয়োজক সংগঠক তারার মেলা সংগীত একাডেমি।
বিজ্ঞাপন
সংগঠনটির সভাপতি লোপা দাশ বলেন, তবলা এবং ঢোল একাডেমি লন্ডন গিনেস ওয়ার্ল্ড বুকের মনোনিত প্রতিষ্ঠান। যার বিশ্বে ৫টি দেশে শাখা রয়েছে। যার ৬ষ্ঠ শাখা বাংলাদেশে উদ্বোধন হবে। বাংলাদেশের কোমলমতি সোনামনিদের সংগীতের প্রতিভা দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া এবং সংস্কৃতিমুখী জ্ঞান দেওয়া ও সাংস্কৃতিক বিষয়ে আন্তরিকতা তৈরি করা হবে এর মূল উদ্দেশ্য।
তিনি বলেন, এই শাখায় ৫ বছর মেয়াদী সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রীরা উন্নত প্রশিক্ষনের জন্য লন্ডনে যাবার জন্য সহযোগিতা পাবে এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে লন্ডন থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। আগামী ডিসেম্বরে আমরা ৫০০ জন সংগীত প্রশিক্ষনার্থী নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য প্রতিযোগিতার আয়োজন করব বলেও জানানো হয়।
বিজ্ঞাপন
সংগীত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পণ্ডিত সুদর্শন দাশ, মাইকেল ব্রন্ড, বিশিষ্ট সাংবাদিক মফিজুর রহমান বাবু, সংস্কৃতিকর্মী সাবরিনা ইসলাম টুম্পাসহ অনেকে।
আইবি/এমএ