দুদকের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে পাপিয়া দম্পতি
দুদকের জিজ্ঞাসাবাদে পাপিয়া দম্পতি
নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে রিমান্ডে নিয়ে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুদক কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কমিশনের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।
বিজ্ঞাপন
সোমবার (২১ ডিসেম্বর) তাদেরকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে অধিকাংশ প্রশ্নের জবাবে কৌশলী ছিলেন পাপিয়া ও তার স্বামী। অনেক প্রশ্নে নীরব ছিলেন তারা। গতকালের রিমান্ড শেষে তাদেরকে রমনা থানায় রাখা হয়।
বিজ্ঞাপন
পাপিয়ার বিরুদ্ধে প্রায় সোয়া ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৪ আগস্ট মামলা করে দুদক। গত ১৪ ডিসেম্বর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অবৈধ সম্পদের খোঁজে নেমে রাজধানীর ওয়েস্টিন হোটেলে পাপিয়ার সাড়ে তিন কোটি টাকার বিল পরিশোধের তথ্য পায় দুদক । আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয় ৬০ লাখ টাকা। নরসিংদীতে পাপিয়া দম্পতির একটি বাড়ির খোঁজও মেলে।
অভিযোগ অনুসন্ধানে গত ২০ জুলাই পাপিয়া ও তার স্বামীকে কাশিমপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ করে দুদক।
পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে মাদক ও জাল টাকার ব্যবসা, মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে এ বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাপিয়া হোটেল ওয়েস্টিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বিল পরিশোধ করেন।
গত ২২ ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীসহ চারজনকে আটক করে র্যাব।
আরএম/এসআরএস