গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫)। তাৎক্ষনিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

রোববার (৪ আগস্ট) সকালে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে নিয়ে আসা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, শনিবার (৩ সেপ্টেম্বর) আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তে চেষ্টা করছি। আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেও তার পরিচয় পাওয়া যায়নি।

এসএএ/এমএইচএস