চট্টগ্রামের পতেঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক (৪০)।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে পতেঙ্গা থানার খেজুরতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খেজুরতলা এলাকার বেড়িবাঁধে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়েছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।

নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে ও কেন খুন করা হয়েছে তা জানতে তদন্ত চলছে।

কেএম/এমএইচএস