কদমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীর কদমতলীতে পানিতে ডুবে নুসরাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা নাজমুল ঢাকা পোস্টকে বলেন, আমার বাচ্চা বাড়ির পাশে পানির হাউজে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএ
বিজ্ঞাপন