ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ইদুনী বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে আজ ভোরে ইদুনী বেগম নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বাকি ২ জন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অন্যরা হলেন— মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২)।

এসএএ/এমএইচএস