ডিএসসিসি ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাল মসজিদ মোড় থেকে বকশি বাজার মোড় পর্যন্ত সড়কটি ‘ভাষা সৈনিক পিয়ারু সরদার সড়ক’ নামে নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৫ সেপ্টেম্বর) করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জান এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে নামকরণটি নিশ্চিত করেন।

সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির সুপারিশ, দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক এ সড়কের নতুন নামকরণ করা হয়েছে।

এছাড়া ডিএসসিসির সব বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ড পত্রে সড়কটি ‘ভাষা সৈনিক পিয়ারু সরদার সড়ক’ নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১ ও ৩ এলাকায় সড়কের নামফলক লাগানোর ব্যবস্থা নিতে করপোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, এ বিষয়ক একটি চিঠি ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা জেলা প্রশাসক, দক্ষিণ সিটির সব বিভাগীয় প্রধানের বরাবর পাঠানো হয়েছে।

এএসএস/এমএইচএস