রাজধানীর যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আসলাম হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, অটোরিকশাটি তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। আমরা অটোরিকশার চালককে আটকের চেষ্টা করছি। নিহত আসলাম হাওলাদার ইম্পেরিয়াল আইডিয়াল স্কুলের কম্পিউটার অপারেট হিসেবে কর্মরত ছিলেন।  

এসএএ/জেডএস