রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনীসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

রোববার (৪ সেপ্টেম্বর) রাতে কামরাঙ্গীরচরের মধ্য ইসলাম নগর আচারওয়ালার ঘাট গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মো. কামাল হোসেন। 

গোয়েন্দা পুলিশ বলছে, কেমিক্যাল ব্যবহার করে আইলাইনার-কাজল লিপস্টিকসহ ব্র্যান্ডের সব নকল কসমেটিকস পণ্য তৈরি করা হতো কামরাঙ্গীরচরে ওই বাসাতেই!

ভেজাল প্রসাধনী উদ্ধার বিষয়ে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, কামরাঙ্গীরচর থানার মধ্য ইসলাম নগর আচারওয়ালার ঘাট গলির ওই বাসায় অবৈধভাবে বিভিন্ন ভেজাল প্রসাধনী আইলাইনার, কাজল, জেল, লিপস্টিক তৈরি করা হতো। অভিযানে ৫ হাজারের বেশি আইলাইনার, কাজল, আইলাইনার জেল, লিপস্টিক, নামহীন বডি স্প্রে জব্দ করা হয়।

আরও পড়ুন : ‘বাংলাদেশ প্রশ্নে ধীরে চলো নীতিতে বিশ্বাসী নয় নয়াদিল্লি’

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কামাল অবৈধভাবে স্থাপিত ভেজাল প্রসাধনী তৈরির কারখানার কর্মচারী। এ ভেজাল কারখানার মালিক মো. রিপন ও তার সহযোগী মো. জাবেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন। পলাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

সহকারী কমিশনার ফজলুর রহমান বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব ভেজাল প্রসাধনী রাজধানীসহ সারাদেশে তারা বিক্রি করে আসছিল। গ্রেপ্তার কামালসহ পলাতকদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এসকেডি