ছাদ থেকে উঁকি দিতে গিয়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদে মাদ্রাসার ছাদ থেকে উঁকি দিতে গিয়ে নিচে পড়ে মাসুম বিল্লাহ (১০) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুম সায়েদাবাদ দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার নূরানী বিভাগে ছাত্র ছিলেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মাদ্রাসার শিক্ষক তুহিন হোসেন ঢাকা পোস্টকে বলেন, ক্লাস শেষে টিফিন দিলে মাসুম বিল্লাহ ছাদে যায়। ছাদ থেকে নিচে উঁকি দিয়ে দেখার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এমএ