যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় নীরব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কাজলা ভাঙা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নীরবকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী বাবুল ঢাকা পোস্টকে বলেন, ভোরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।
বাবুল আরও বলেন, তার নাম নীরব বলে জানতে পারি। তবে কোন গাড়িতে তাকে ধাক্কা দিয়েছে সে বিষয়ে কিছু জানি না।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছিলাম, বিষয়টি তারাই তদন্ত করবে।
এসএএ/এমএইচএস