ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের সকাল

দেশে ধীরে ধীরে কমে আসছে শৈত্যপ্রবাহের তীব্রতা। দু-একটি অঞ্চল ছাড়া সবখানেই তাপমাত্রা মোটামুটি সহনীয় রয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) থেকে শৈত্যপ্রবাহের দেখা মিলবে না। তবে একাধিক স্থানে ঘন থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আজ প্রায় পাঁচটি স্থানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ শেষ হবে আশা করি। আগামীকাল থেকে ওইসব এলাকায় শৈত্যপ্রবাহ থাকবে না।  

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর আশপাশে এলাকাসমূহের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যসব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকাগুলো হলো- গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা। 

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬, রাজারহাটে ১০ দশমিক ১০ ডিগ্রি ছিল।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

সিনপটিক অবস্থার তথ্য তুলে ধরে আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একে/এফআর