বর্তমানে ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের বিষয়টি পর্যবেক্ষণে আছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বর্তমানে ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস শানাক্তের কারণে ইতোমধ্যেই দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ।

বর্তমানে ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে, ওমান সরকারের নিষেধাজ্ঞার কারণে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক সব রুটে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। নিষেধাজ্ঞার কারণে গতকাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারত আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য ভ্রমণেও জারি করেছে নিষেধাজ্ঞা।

সৌদি আরব সকল আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। সেখানে একটি ইঙ্গিত রয়েছে, এরপরে এই নিষেধাজ্ঞাটি আরও এক সপ্তাহ বাড়তে পারে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরব সকল আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। সেখানে একটি ইঙ্গিত রয়েছে, এরপরে এই নিষেধাজ্ঞাটি আরও এক সপ্তাহ বাড়তে পারে। সে কারণে আমরা আপাতত এক সপ্তাহ সৌদিতে বিমানের তিনটি গন্তব্যের মোট ২১টি ফ্লাইট বাতিল করেছি।’

তিনি জানান, এই ফ্লাইটগুলোতে বাংলাদেশ থেকে পাঁচ হাজার ১০০ যাত্রী যাওয়ার এবং সৌদি আরব থেকে প্রায় ৬ হাজার যাত্রী দেশে ফিরে আসার কথা ছিল। ফ্লাইট চালু হলে আসন খালি থাকা সাপেক্ষে বিনা চার্জে তাদের আসন পুনরায় বরাদ্দ করা হবে।

এসএইচআর/টিএম