ডিএমপি’র পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন
ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়, ডিএমপির আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে মিরপুর গোয়েন্দা বিভাগে; মিরপুর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা) পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে; প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এম. রেজাউল হককে গুলশান গোয়েন্দা বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।
এর আগে ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়।
৯ ডিসেম্বর পুলিশে বড় রদবদল হয় । এতে ১৩ জন পুলিশ সুপারকে পদায়ন করা হয়।
এমএসি/এসআরএস