ফাইল ছবি

বিভিন্ন নামিদামি বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল কসমেটিকস প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকায় ভেজাল কসমেটিকস বিরোধী অভিযান শুরু করে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জেইউ/জেডএস