সরকারি বাসভবনে না থাকলে ভাড়ার টাকা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান করতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে জোর দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আবাসন থাকলেও কর্মকর্তা বা কর্মচারীরা বাসা ভাড়া নিয়ে থাকেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, ‘সরকারি অনেক আবাসিক ভবন আছে অথচ সেগুলোতে কেউ থাকে না। যাদের জন্য বাসা তৈরি করা হয়েছে তারা বাসায় থাকলে সরকারি চাকরিজীবীদের বাসা ভাড়ার ভাতা আর দেওয়া হবে না।’ এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
সচিব জানান, ‘এলজিইডি বিভিন্ন কাজের ক্ষেত্রে রেট শিডিউল পরিবর্তন করে থাকে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রকল্পের রেট শিডিউল অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত হতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো রেট শিডিউল ব্যবহার করা যাবে না। পরিকল্পনা কমিশন এটি খতিয়ে দেখবে।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ‘যদিও ইউনিভার্সিটিগুলো স্বায়তশাসিত, তারপরও যেন ভার্সিটিগুলোর দায়বদ্ধতা থাকে সেজন্য প্রত্যেক প্রতিষ্ঠানের একটি করে মাস্টার প্ল্যান থাকতে হবে। তারা যেন যত্রতত্র ভবন না করে, কোথায় কি হবে এরকম একটা মাস্টার প্ল্যান তৈরি করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বড় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টারপ্ল্যান থাকতে হবে।’
পল্লী অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যে রাস্তা-ঘাট, অবকাঠামো তৈরি হচ্ছে, সেটি গুণগতমানে নির্মাণ হচ্ছে কিনা এটা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী একইসঙ্গে এও নির্দেশ দিয়েছেন যে, প্রত্যেক উপজেলায় একটা মাস্টারপ্ল্যান থাকতে হবে। ওই মাস্টারপ্ল্যানের মাধ্যমে কোথায় কি থাকবে, সেটা নির্ধারণ করতে হবে। সব উপজেলার কাঠামো একরকম থাকবে না, তারপরও সব উপজেলার জন্য মাস্টার প্ল্যান থাকতে হবে।’
এছাড়া মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে সারফেস ওয়াটার লাগবে সেটা বিবেচনা করতে হবে। বাসা-বাড়ির পাশাপাশি শিল্প-কারখানায়ও গ্যাস প্রি-পেইড মিটার দ্রুত স্থাপন করতে হবে। কারণ বাসাবাড়ির তুলনায় শিল্প-কারখানায় বেশি পরিমাণে গ্যাস ব্যবহার করা হয়।
এসআর/জেডএস