ঐক্যবদ্ধ শান্তি প্রতিষ্ঠায় ‘যুদ্ধ নয় শান্তি চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস-২০২২ পালন করেছে জেএমআই গ্রুপ।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আলোচনা সভা এবং পরে প্রেসক্লাবের সামনে থেকে  করে গ্রুপটি।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, কোভিডের কারণে সারাবিশ্বে একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই আবার শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ। বিশ্ব শান্তির জন্য আমরা চাই এই মুহূর্ত থেকে যুদ্ধ বন্ধ হোক। আলোচনাই হোক সব সমস্যার সমাধান।

তিনি আরও বলেন, গত এক যুগের বেশি সময় ধরে জেএমআই গ্রুপ বিশ্ব শান্তি দিবস পালন করে আসছে। আমরা চাই এই একটি দিনের অনুশীলনকে পর্যায়ক্রমে প্রতিটি দিন অনুশীলনে পরিণত করে পরিপূর্ণভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। আসুন, হাতে হাত মিলিয়ে, উদার মানসিকতা নিয়ে নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে আমরা শান্তি এবং নিরাপত্তার মৌলিক অধিকারগুলোকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। বর্ণবাদমুক্ত পৃথিবী গড়তে আমাদের বিজয় অবশ্যম্ভাবী।

গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান বলেন, জেএমআই পরিবারের প্রতিটি সদস্য জাতিসংঘের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয়কে সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। বর্ণবাদ মোকাবিলায় তাই আমাদের আজকের এই প্রচেষ্টা সময়োপযোগী বলে আমি মনে করি।

আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়েজিত শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থপনা পরিচালক আবদুর রাজ্জাক। শোভাযাত্রাটি প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। 

একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন দিনটিকে ‘বিশ্ব শান্তি দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 'তৃতীয় মঙ্গলবার' এই দিবসটি পালিত হয়ে আসলেও, ২০০২ সাল থেকে তা ২১ সেপ্টেম্বর নির্ধারণ করে সারা বিশ্বে। 

সভায় বক্তারা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সুখ শান্তি অর্জনে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশ্ব শান্তি দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন।

জেএমআই গ্রুপের পরিচালক মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্রিন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ।

আইবি/এসএম