তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পারটেক্স গ্রুপের কর্মকর্তা নিহত
জব্দ করা ট্রাক ও অভিযুক্ত হেলপার জিহাদ খান
রাজধানীর তেজগাঁওয়ে মিনি ট্রাকের ধাক্কায় জিন্নাত আলী নামে এক পথচারী নিহত ও অপর দুই পথচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল পলিটেকনিক কলেজ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জিন্নাত আলী পারটেক্স গ্রুপের সিনিয়র সুপারভাইজার। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে।
বিজ্ঞাপন
নিহতের শ্যালক মো. সানোয়ার হোসেন জানান, জিন্নাত আলী তেজগাঁও শিল্পাঞ্চলে পারটেক্স অফিসে যাচ্ছিলেন। ফুটপাত দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ওই মিনি ট্রাকটি ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড় যান। এ সময় আরও দুই পথচারী আহত হন। স্থানীয়রা তাকে শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চালকের অনুপস্থিতিতে হেলাপার মিনি ট্রাকটি চালাচ্ছিলেন। ইউটার্ন নিতে গিয়েই তিনি জিন্নাত আলীকে ধাক্কা দেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এসআই জহুরুল জানান, এ ঘটনায় মিনি ট্রাকটি জব্দ ও চালকের আসনে থাকা হেলপার জিহাদ খানকে (১৮) আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এসকেডি