দেশীয় এলজিসহ একজন আটক
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের আরেফিন নগর বাজার থেকে দেশীয় তৈরি এলজিসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়েছে।
আটক মো. নিজাম উদ্দিন (২১) বায়েজিদ বোস্তামী থাবার ছিন্নমূল ৬নং সমাজের জসিম উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের সাউদার্ন ইউনিভার্সিটির উল্টো পাশের আরেফিন নগর বাজার থেকে আসামি মো. নাজিম উদ্দিনকে (২১) আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পেছনে গোঁজানো অবস্থা থেকে দেশীয় তৈরি একটি এলজি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কাবাডি দলের মেয়েদের ‘মারধর’, মাথার চুল কেটে শিক্ষিকার প্রতিবাদ
বিজ্ঞাপন
তিনি বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিন্নমূল এলাকার এক বড় ভাই তাকে আগ্নেয়াস্ত্রটি সরবরাহ করেছিল। যার নাম বলেছে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কেএম/এসএসএইচ