যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সোহেল মোল্লা (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই চান মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক হিসেবে কাজ করতো। সকালে তিনতলা থেকে নামার সময় পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাওফল থানার জ্বলতা গ্রামে বলেও জানান চান মিয়া।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
এসএএ/জেডএস